স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বøুমিং রোজ একাডেমীর পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা ও কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ঘিওর উপজেলা সিংজুরী গ্রামের বøুমিং রোজ একাডেমী প্রাঙ্গনে এই সংবর্ধনার আয়োজন করেন প্রতিষ্ঠানটি।
বøুমিং রোজ একাডেমীর সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু। সংবর্ধনা সভারটি উদ্বোধন করেন সিংজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মুক্তিযোদ্ধা টাইগার লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স এর পরিচালক আক্কাস আলী সরকার ও প্রতিষ্ঠানটি অধ্যক্ষ মোহাম্মদ সাঈদ আল মামুন।
সিংজুরী ইউনিয়নের ৯ জন মুক্তিযোদ্ধা ও জিপিএ-৫ প্রাপ্ত ২৭ জন কৃতিশিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।