মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলায় তাহামিনা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাটুরিয়ায় উপজেলার দরগ্রাম ইউনিয়নের মধ্যরৌহা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাহামিনা আক্তার মধ্যরৌহা গ্রামের খোরশেদ আলমের মেয়ে। সে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে তার বসত ঘর থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।