স্টাফ রিপোর্টার:
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই স্লোগানে মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালি ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (উপ সচিব) ফৌজিয়া খান।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে সভায় এ সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নীনা রহমান, পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ চন্দ্র সরকার, জেলা জাতীয় মহিলা সংস্থার সাধারন সম্পাদক লক্ষী চ্যাটার্জী, সরকারি দেবেন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ উর্মিলা রায়, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী লুৎফর নাহার শিউলী, উদযাপন কমিটির আহবায়ক ও ৪,৫ও ৬ নং ওয়ার্ডের নারী সংরক্ষিত কাউন্সিলার সাবিহা হাবিব, নারী সংরক্ষিত কাউন্সিলার নাজমা আক্তার, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক সালমা আক্তার, নারী নেত্রী ফরিদা আহম্মেদ কনা, সহ অন্যান্য নারী নেতৃবৃন্দরা। পরে পৌরসভা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।