1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

মানিকগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত ব্যক্তিদের মনিটরিং করতে বাড়িতে বাড়িতে যাচ্ছে পুলিশ সুপার রিফাত রহমান শামীম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ১০৬০ বার দেখা হয়েছে

এস এম আকরাম হোসেন:

হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত ব্যক্তিরা তাদের ওপর আরোপিত আইন যথাযথভাবে মানছেন কিনা তা দেখতে বাড়িতে বাড়িতে যাচ্ছে পুলিশ সুপার রিফাত রহমান শামীম । আজ (শুক্রবার) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ পৌরসভার মানরা এলাকার  হংকং ফেরত এক নারী বাসায় যান পুলিশ সুপার রিফাত রহমান শামীম। পুলিশ সুপার ওই নারীর সার্বিক খোঁজখবর নেন। তিন দিন আগে দেশে আসা ওই নারীকে তিনি কোয়ারেন্টাইনের নিয়ম যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেন।

 

এরপর তিনি যান পার্শ্ববর্তী উচুটিয়া এলাকার সৌদীফেরত এক ব্যক্তির বাড়িতে। পুলিশ সুপার তাকেও ১৪ দিনের পর্যবেক্ষণে নিজঘরে বিশেষ ব্যবস্থায় থাকতে নির্দেশনা দেন। ওই ব্যক্তি ৭দিন আগে দেশে ফিরেছেন জানিয়ে তিনি পুলিশ সুপারের কাছে শতভাগ নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দেন।

 

পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, জনস্বার্থে এই অভিযান চলবে। শুধু তিনিই নন, পুলিশ বিভাগে কর্মকর্তা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত বিভিন্ন এলাকায় এই অভিযান চালাচ্ছেন বলে জানান তিনি।

 

অভিযানে পুলিশ সুপার রিফাত রহমান শামীমে সাথে আরো ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভাষ চন্দ্র সরকারসহ ও গনমাধ্যম কর্মীরা।

 

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury