1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ও আগের চেয়ে শক্তিশালী মানিকগঞ্জে সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম-ড. খোন্দকার আকবর হোসেন বাবলু হামলা-অগ্নিসংযোগ-ভাংচুর মামলায় আওয়ামী ১০ নেতা কারাগারে সিংগাইর প্রেসক্লাব নির্বাচনে  ৫ই আগষ্ট কিন্তু ১৫দিনে বা একমাসে আসে নাই-মানিকগঞ্জে আহমেদ আযম খান মানিকগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত লাশ উদ্ধার মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব, উন্নয়ন সম্ভব নয়- রিতা

মানিকগঞ্জে দু;স্থ ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া শুরু করলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ১১৬৫ বার দেখা হয়েছে

এস এম আকরাম হোসেন:

করোনা পরিস্থিতি মোকাবেলায় মানিকগঞ্জে দু;স্থ ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছে জেলা প্রশাসন। আজ ২৮ মার্চ (শনিবার) দুপুরে জেলা প্রশাসক এস এম ফেরদৌস তার কার্যা্লয় চত্ত্বর থেকে ৭০ জনের হাতে চাল, ডাল ও আলু তুলে দিয়ে এই কার‌্যক্রমের উদ্বোধন করেন। এরপর তিনি মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্ত্বর থেকে অনুরুপ খাদ্য সহায়তা তুলে দেন আরো ৩০জনকে। প্রতি ব্যক্তিকে দেওয়া হয় ১০ কেজি চাল, ৫ কেজি আলু এবং ২ কেজি ডাল।

খাদ্যসহায়তা বিতরণকালে জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফৌজিয়া খান, অতিরিক্তি জেলা প্রশাসক (সর্বিক) মো. মনিরুাজামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: নাদিরা আখতার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আমির হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন, জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন এবং সমাজসেবা কর্মকর্তা লাভলী খানম।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী দু:স্থ ব্যক্তিদের খুঁজে বের করে তাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। একটি মানুষও যাতে অনাহারে না থাকে, সেই লক্ষে তারা কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত জেলার জন্য মোট বরাদ্দ পাওয়া গেছে ২শত ৪৬ মেট্টিক টন চাল এবং নগদ ৭ লাখ টাকা। চাহিদা অনুযায়ী আরো বরাদ্দ পাওয়া যাবে।

 

ইতিমধ্যে, অন্যান্য উপজেলায়ও দু:স্থ ব্যক্তিদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ শুরু হযেছে। এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury