এস এম আকরাম হোসেন:
মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকায় কর্মহীন দুস্থ্য মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসুচির উদ্ধোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
শুক্রবার সকালে মানিকগঞ্জ পৌরসভার আয়োজনে দিনব্যাপি পৌর এলাকার ১৩টি স্পটে গিয়ে ত্রান বিতরণ করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম। এসময় মেয়রের সফরসঙ্গী ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ চন্দ্র সরকার, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নারী সংরক্ষিত কাউন্সিলর ডা: জেসমিন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের নারী সংরক্ষিত কাউন্সিলর সাবিহা হাবিব, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর উজ্জল হোসেন, ছানোয়ার রহমান, আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা।
পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম জানান, পৌরসভা থেকে প্রথম পর্যায়ে সাড়ে তিন হাজার কর্মহীন মানুষের মধ্যে চাউল, ডাল, আলু, তেল ও লবন বিতরণ করা হবে। সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলুন, আমরা জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরেরর ব্যক্তিরা আপনাদের পাশে আছি।
পৌর এলাকার কোন মানুষ না খেয়ে থাকবেনা।