এস এম আকরাম হোসেন:
করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ঘরে থাকা খেটে খাওয়া দিনমজুর ও অসহায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে প্রথম পর্যায়ে এই কর্মসূচী উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির।
ত্রাণ কর্মসুচী উদ্বোধনকালে এস এ জিন্নাহ কবীর বলেন, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক-নির্দেশনায় প্রথম পর্যায়ে ২ হাজার পরিবারের মাঝে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূলের নেতৃবৃন্দদের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসুচী শুরু হয়েছে। তিনি বলেন, সরকারের নির্দেশনায় সামাজিক দুরুত্ব বজায় রেখে মানিকগঞ্জ পৌরসভা, ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার নেতৃবৃন্দদের হাতে ত্রাণের চাল,ডাল,আলু ও সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
পরবর্তীতে সিঙ্গাইর, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এই ত্রাণ সামগ্রী শিবালয় উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহাবায়ক এ্যাড: সুজাউদ্দিন বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দের হাতে তুলে দেন।
এ সময় জেলা যুবদলের সাধারন সম্পাদক কাজী মোস্তাক হোসেন দিপু, সহ সভাপতি রিয়াজ মাহমুদ হারেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ ইকবাল রনি, তথ্য বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম চাঁন, নগর যুবদলের যুগ্ম আহবায়ক টিপু সুলতানসহ জেলা ও উপজেলা বিএনপিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।