1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ সিংগাইরে সিসিডিবি’র উদ্যোগে কম্বল বিতরণ মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ও আগের চেয়ে শক্তিশালী মানিকগঞ্জে সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম-ড. খোন্দকার আকবর হোসেন বাবলু হামলা-অগ্নিসংযোগ-ভাংচুর মামলায় আওয়ামী ১০ নেতা কারাগারে সিংগাইর প্রেসক্লাব নির্বাচনে  ৫ই আগষ্ট কিন্তু ১৫দিনে বা একমাসে আসে নাই-মানিকগঞ্জে আহমেদ আযম খান মানিকগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

করোনায় আক্রান্ত ব্যক্তির লাশ দাফনের জন্য জমি দিলেন এক পুলিশ কর্মকর্তা. মানিকগঞ্জের কৃতি সন্তান, মো: এনায়েত করিম রাসেল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ২৬১৯ বার দেখা হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:

দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। করোনার উপসর্গ নিয়ে কেউ মারা গেলে তার দাফনেও বাঁধা দেয়া হচ্ছে। মারা যাওয়া ব্যক্তিকে বহন করতে খাটিয়া না দেওয়ার ঘটনাও ঘটছে। দেশের এমন বাস্তবতায় এগিয়ে আসলেন একজন পুলিশ কর্মকর্তা। করোনায় আক্রান্ত ব্যক্তির লাশ অথবা বেওয়ারিশ লাশ দাফন করার জন্য জমি দিলেন তিনি। হিতৈষী এই পুলিশ কর্মকর্তা-মো. এনায়েত করিম রাসেল বর্তমানে ঢাকায় সিআইডিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। তিনি মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকার মরহুম সাংবাদিক শেখ লিয়াকত আলীর পুত্র। তিনি পারিবারিক এবং বেওয়ারিশ লাশ দাফনের জন্য বছর খানেক আগে জেলা শহরের নওখন্ডা মৌজায় ১০ শতাংশ জমি কিনেছিলেন। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে তিনি এই জায়গা ব্যবহার করার জন্য ঘোষণা দিযেছেন। ইতিমধ্যে বিষয়টি তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছেন তিনি। শুধু মানিকগঞ্জ বা আশপাশের এলাকাই নয়, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় দাফনে বাঁধা দিয়েছে-এমন ব্যক্তি দেশের যেকোন এলাকারই হোক না কেন, তাকে এখানে সমাহিত করা যাবে বলে জানান তিনি।

তিনি বলেন, আরও ২২ শতাংশ জমি কেনার প্রক্রিয়া চলছে। প্রয়োজন দেখা দিলে সেখানেও মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে। সম্প্রতি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এনায়েত করিম রাসেল এ বিষয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘‘মানিকগঞ্জের ব্যক্তি যারা অন্যত্র বসবাস করেন অথবা বাংলাদেশের যে কেউ (আল্লাহ না করুক) করোনা উপসর্গ নিয়ে মারা গেলে বিনাসংকোচে নিয়ে আসুন। গংগাধরপট্টি চকে উত্তর-পূর্ব কোণে (নওখন্ডা), আমাদের কবরস্থানে তাকে দাফন করা যাবে। আশেপাশে কোনো জনবসতিও নেই। প্রশাসনের অনুমতি নিয়ে এখানে কবর দেয়া সবার জন্য উন্মুক্ত। তিনি বলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক অথবা মেয়রের কাছ থেকে অনুমতি নিয়ে আসলেই যেকোন ব্যক্তিকে সেখানে সমাহিত করা যাবে। যোগাযোগের জন্য নিজের মোবাইল নম্বর (০১৭৩০৩৩৬২২৩), এবং তাঁর তিন বন্ধু- ডিএফএম লোটাস (০১৭৭৭৩০৫০১৬), শুভ হক (০১৭১২২৯২৯২২) ও মোস্তফার (০১৭১২৫৫৭০৮৬) মোবাইল নম্বর দিয়েছেন। একাজে তাঁরা সর্বাত্ণক সহযোগিতা করবেন বলে জানান এনায়েত করিম রাসেল। তিনি বলেন, তার দেয়া জায়গায় এখনো কোনো লাশ দাফন করা হয়নি। তবে সেখানে মরদেহ বহন করার জন্য একটি খাটিয়ার আছে। তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম।তিনি বলেন, ‘এটি একটি ব্যক্তিগত উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ। যেখানে করোনার উপসর্গ নিয়ে মানুষ মারা গেলে নানা ধরনের প্রতিকূল অবস্থায় পড়তে হচ্ছে, সেখানে এমন উদ্যোগ অবশ্যই মানবিকতার বড় উদাহরণ। তাঁর এই কাজে উদ্বুদ্ধ হয়ে দেশের অন্য এলাকার মানুষও এই-মানবিক কাজে এগিয়ে আসবেন। জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। কোন ব্যক্তির দাফন করার ক্ষেত্রে অনুমতি দেওয়াসহ সবধরণের সহযোগিতা করা হবে। ইতিমধ্যেই ভূমি অফিসকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন জেলা প্রশসানের পক্ষ থেকে যেকোন ভাল কাজে সর্বাত্নক সহযোগিতা দেওয়া হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury