স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ টা থেকে এটি
কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ
থাকবে বলে জানান করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও
জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ
সংক্রান্ত জেলা কমিটির সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত
গ্রহণ করা হযেছে বলে জানান তিনি।
তিনি বলেন, অতীব জীবন রক্ষাকরণ জরুরী প্রয়োজন ব্যতীত ঘরের বাহির হওয়া
যাবে না। তবে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কোন কাজেই ঘরের বাইরে
আসা যাবে না। জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক বা সড়ক ও নৌপথে অন্য কোন জেলা থেকে
এ জেলায় কিংবা এ জেলা থেকে অন্যত্র যাওয়া যাবে না। জেলার অভ্যন্তরে
আন্ত:উপজেলায়ও একই ধরণের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
জেলায় এপর্যন্ত মোট ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে করোনা
ভাইরাসে কেউ মারা যাননি।