মানিকগঞ্জ প্রতিনিধি:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের দিকনির্দেশনায় মানিকগঞ্জে জাগীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সি এম খালেক এর ব্যক্তিগত অর্থায়নে পাঁচশত কর্মহীন দুঃস্থ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জাগীরের ধলেশ্বরী কাচা মালের আড়ৎ সংলগ্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জাগীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীম হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জসীম উদ্দিন, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি ইকবাল হোসেন টয়েল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাসুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় প্রত্যেককে চাল, ডাল, তেল, পিয়াজ আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।