মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন ও অসহায় ৩ শতাধীক পরিবারের মধ্যে জাবরা ইমাম বাড়ি দরবার শরীফের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিজনকে চাল, আটা, ডাল, লবন, পেয়াজ, আলু বিতরণ করা হয়। দেওয়া হয়েছে। খাদ্র সামগ্রী বিতরণ করেন ইমাম বাড়ি দরবার শরীফের পীর হযরত মাওলানা খাজা অবুল কালাম আজাদ চিশতী। এ সময় অন্যান্যের মধ্যে বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু, ইউপি সদস্য আব্দুল হান্নান, পীরজাদা মুফতী রুহুল আমীন মাহমুদ, দরবার শরীফের সভাপতি মোঃ রাজা মিয়া, সহ সভঅফতি মোঃ লোকমান হোসেন, সম্পাদক কাজী খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, খাদেম মোঃ আলম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা খাজা অবুল কালাম আজাদ চিশতী জানান, মরণঘাতী করোনা ভাইরাসে সকল লোকজনের কাজকর্ম বন্ধ থাকায় এলাকার অসহায় লোকজনের মাঝে ত্রাণ কার্যক্রমটির ব্যবস্থা গ্রহন করেছি। সামাজিক দূরত্ব ও সবাইকে নিরাপদে বাসায় অবস্থান নিশ্চিত রাখতে আমরা অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে জাবরা ইমাম বাড়ি দরবার শরীফের পক্ষ থেকে এ সহায়তা অব্যাহত থাকবে।