মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দু:স্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদ। শনিবার মানিকগঞ্জ পৌরসভার ৫০জন মানুষের বাড়িতে এই খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। পরিষদের সভাপতি সুরুয খান, সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল আলীম এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভাস সরকারের সহযোগিতায় এই খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি আটা, এককেজি লবন ও আধা কেজি ডাল। মোটরসাইকেল যোগে প্রত্যেকের বাড়িতে এই সামগ্রী পৌছে দেওয়া হয়।