শনিবার সকালে মানিকগঞ্জ পৌর এলাকার মেন্দিবাগ গ্রামে প্রায় দুইশত দু:স্থ অসহায় মানুষের মাঝে এই উপহার সামগ্রী পৌছে দেওয়া হয়।খাদ্য সামগ্রীর মধ্যে ৬ কেজি চাল, ১ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ১টি সাবান বিতরণ করা হয়।
এ সময় ডেভেলপার এসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হকে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এসময় অন্যান্যদের মধ্যে ডেভেলপার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলাম সুজন, পৌর নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক অলীয়ার রহমান, বিশিষ্ঠ সমাজসেবক হোসেন ডিলার প্রমুখ উপস্থিত ছিলেন।