মানিকগঞ্জ প্রতিনিধি:
করোনা সংকটে নিজ গ্রাম শাকরাইলে দুস্থ্য-অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন ডা. সৈয়দ জালাল উদ্দিন আহমেদ। ব্যাক্তিগত অর্থায়নে তিন শতাধিক মানুষকে দিলেন খাদ্য সহায়তা। আজ দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাকরাইল গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় দুস্থ্য-অসহায় ও কর্মহীন মানুষের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেন। সামাজিক দুরত্ব নিশ্চিত করে চাল, ডাল, তেল, লবনসহ দশ কেজি ওজনের খাদ্য সামগ্রীর প্যাকেট দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, ওই গ্রামের গন্যমান্য ব্যক্তি সফি উদ্দীন আহমেদ, মাসুদুর রহমান চৌধুরী, শিক্ষক সুশিল কুমার সাহা, মোহাম্মদ আলী চৌধুরী টুলু, গোলাম মোস্তফা চৌধুরী প্রমুখ।
ডা. সৈয়দ জালাল উদ্দিন আহমেদ বলেন, এই দুর্যোগ মুহুর্তে সামর্থ্য অনুযায়ী গ্রামের অসহায় মানুষদের সেবা করার চেষ্টা করছেন। অসহায়-দুস্থ্য মানুষদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এই সংকট মোকাবিলা করা সহজ হবে।