স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসনের অর্থায়নে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদের ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ও দু:স্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পিটিআইসহ পৌর এলাকার ৬টি স্পটে ছয় শতাধিক কর্মহীন ও দু:স্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ মাইজভান্ডারী, দপ্তর সম্পাদক জুলফিকার রহমানসহ সড়ক পরিবহনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।