এস এম আকরাম হোসেন :
করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে মানিকগঞ্জ পৌরসভার কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরাঞ্জামাদি বিতরণ করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।
আজ (বুধবার) সকালে মানিকগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে ৬৯জন পরিচ্ছন্ন কর্মীদের মাঝে এই স্বাস্থ্য সুরক্ষা সরাঞ্জামাদি বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানলে মেয়র আরশেদ আলী আলী বিশ্বাস, কাউন্সিলর সুভাষ সরকার, কাউন্সিলর মো: ছানোয়ার রহমান, নারী সংরক্ষিত কাউন্সিলর সাবিহা হাবিব, নাজমা আক্তার প্রমুখ।
এসময় মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, এই করোনা মোকাবেলায় জীবনের ঝুকি নিয়ে পৌরবাসীর সুরক্ষায় কাজ করে যাচ্ছি। সেই সাথে আমারদের পরিচ্ছন্ন কর্মীরা কাজ আসছিল। ঢাকা সিটি কর্পোরেশনে বিষয় অবগত করায় তার আমাদের এই পরিচ্ছন্নকর্মীদের এই পিপিইসহ সুরক্ষা সামগ্রী দিয়েছে। তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।