গ্রামীণ ব্যাংক, অন্বয়পুর শিবালয় শাখা উদ্যোগে সংগ্রামী ভিক্ষুক সদস্যের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন শাখার শাখা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রিন্সিপাল অফিসার। বুধবার সকালে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গ্রামীণ ব্যাংক মানিকগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মোঃ জসিম উদ্দিন মজুমদার ডিজিএম এর দিকনির্দেশনায় অন্বয়পুর শিবালয় শাখার ৭ জন সংগ্রামী সদস্যের মধ্যে প্রতিজনকে ৩০ কেজি চাউল, ৪ কেজি ডাউল, ৮ কেজি আলু,৪কেজি ডাউল , ২লিটল তৈল, ৪ কেজি পিয়াজ, ২ কেজি লবণ , ৪ টি সাবান ও নগদ ৬০০/- টাকা প্রদান করেন। ইতিপূর্বে প্রথম দফায় ৯ এপ্রিল /২০২০ উক্ত সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেন। শাখা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন আরো জানান যে শিবালয় এরিয়ার ১২ টি শাখায় ৬৬ জন সংগ্রামী ভিক্ষুক সদস্যের মাঝে উল্লেখিত পরিমাণ প্রাণ বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জ জনের ৬২শাখায় প্রায় ৩০০ জন সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে উল্লেখিত পরিমাণ ত্রান ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।
জানা গেছে বাংলাদেশের প্রতিটি গ্রামীণ ব্যাংক শাখা হতে উল্লেখিত পরিমাণ ত্রান ও নগদ অর্থ প্রদান করা হচ্ছে। অফিস সূত্রে জানা যায় ২৮শে মে/২০২০ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সকল সকল শাখা কিস্তি কালেকশন বন্ধ রাখা হয়েছে। আরও জানা যায় যে, ত্রাণ বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অডিট অফিসার মোঃ নজরুল ইসলাম এজিএম, বিশেষ অতিথি ছিলেন প্রশাসনিক কর্মকর্তা গৌতম বিশ্বাস ও এরিয়া ম্যানেজার ছানা রঞ্জন দাস এজিএম, সেকেন্ড অফিসার আবুল কাশেম , জন প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম ও শাখা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন প্রমুখ।