স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুরে মুলকান্দী গ্রামে কৃষকের ক্ষেতের ধান কেটে দিলো জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজিদুল ইসলামসহ অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই কৃষকের ক্ষেতের ধান কেটে দেয়।
ছাত্রলীগ নেতা রাজিদুল ইসলাম বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিচ্ছে। সেই ধারাবাহিকতায় তিনিও তার এলাকার কৃষকের ধান কেটে দিলেন। প্রয়োজনে তারা আবারা মাঠে নেমে দরিদ্র কৃষকের ক্ষেতে ধান কেটে দিবেন বলেন জানান তিনি।
দরিদ্র কৃষক জুলফিকার আলী বলেন, করোনা প্রাদুরভাবে শ্রমিকের অভাবে তার একশ শতাংস ক্ষেতের পাকা ধান কাটতে পারছিলেন না। তাই একব্যক্তির কাছ থেকে মোবাইল নাম্বর নিয়ে জেলা ছাত্রলীগ নেতা রাজিদুল ইসলামকে ফোন করলে তারা এসে এই ধান কেটে দেয়ে। এতে আমার অনেক উপকার হয়েছে। শেখ হাসিনার এই উদ্যোগের জন্য আমার যে উপকারটা হলো তাতে আমি খুবই খুশি এবং এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।