মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার মানবিক সহায়তা শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে পৌরসভার পশ্চিম দাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ৬০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এই শিশুখাদ্য বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ চন্দ্র সরকার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সৌমিত্র সরকার মনাসহ অন্যান্যরা।