স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের পক্ষ থেকে দুস্থ অসহায়দের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ উপহার বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে জাগীর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্বাস্থ্যমন্ত্রীর এ ঈদ উপহার অসহায়দের হাতে তুলে দেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শাহ্ মাস্তান লিয়াকত আলী মাইজভান্ডারী।
এসময় জেলা পরিষদের সদস্য ও জাগীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: শামীম হোসেন, জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিতরণী অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেউ না খেয়ে থাকবে না। তারই নির্দেশে দেশের অসহায় মানুষের পাশে সব সময় কাজ করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। রাষ্ট্রীয় কাজে তিনি নিয়োজিত থাকায় তার পক্ষ থেকে আমরা এ সহায়তা পৌছে দিচ্ছি। বর্তমান সরকার দেশের মানুষের সুরক্ষায় প্রাণপণ চেষ্টার মাধ্যমে কাজ করে যাচ্ছে। দেশ করোনামুক্ত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।