মানিকগঞ্জ প্রতিনিধি:
গণপরিবহন বন্ধ থাকলেও কর্মস্থল ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার ঈদ ফেরত মানুষজন। পাটুরিয়া-দৌলদিয়া নৌরুটে দেখা দিয়েছে ঈদ ফিরত যাত্রী ও ব্যক্তিগত যানবাহনের অতিরিক্ত চাপ। সকালে যাত্রীদের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে পাটুরিয়া ঘাটে।
বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নদীতে পানি বৃদ্ধি ও ঘাট এলাকায় ভাংগন দেখা দেওয়ার কারণে বর্তমানে ৯টি ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ইতিমধ্যে মেরামত করা হয়েছে ভাংগন কবলিত ঘাটগুলো। পাটুরিয়ার যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ৫টি ঘাটই সচল করা হয়েছে।