মানিকগঞ্জ প্রতিনিধি:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ও করোনার প্রার্দুভাবে মানিকগঞ্জ জেলা আনসার ভিডিপির উদ্যোগে অসহায় দরিদ্র ১’শ জন কৃষকের ধান কাটা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় এক দরিদ্র কৃষকের ধান কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সহকারী জেলা কমান্ড্যান্ট এসএম রায়হান হেলাল সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এসময় আয়োজকরা জানান, মোট ১’শ জন দরিদ্র কৃষকের বিনা পারিশ্রমিকে ধান কেটে দিবে জেলা আনসার ভিডিপির সদস্যরা।