স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নতুন করে আরো ২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট ৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তর বাড়ী লকডাউন ঘোষনা করেছে স্থানীয় প্রশাসন। আক্রান্ত হেলেনা ও মজিদের বাড়ির সবাইকে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জানা গেছে, চকমিরপুর ইউনিয়নের রামচন্দ্রপুর পশ্চিম পাড়ার হেলেনা ও তার স্বামী নান্নু মিয়া পেপার মিলে চাকুরী করে। সে গত ২৮ তারিখ অসুস্থ্য হয়ে বাড়িতে আসে পরে গত ৩০ তারিখ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নমুনা দিলে গতকাল বুধবার করোনা পজেটিভ হয়।
অন্যদিকে চরকাটারীর আব্দুল মজিদ ঢাকার একটি পেল্ট্রোল পাম্পে চাকরি করতেন সেখান থেকে অসুস্থ্য হয়ে বাড়ি এসে গত ৩১ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়ায় গতকাল বুধবার করোনা পজেটিভ ধরা পরে।
এ সকল বিষয় নিশ্চিত করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নাছরিন সুলতানা রিনা। তিনি আরো বলেন এ পযর্ন্ত দৌলতপুর উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ জন এরা প্রত্যেকেই ঢাকা থেকে বাড়ি আসার পর করোনা পজেটিভ ধরা পড়েছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত হাসমত উল্লাহ্ বলেন -মজিদ ও হেলেনার করোনা পজেটিভ ধরা পড়ায় তাদের বাড়ীতে গিয়ে পুলিশ,মেডিক্যাল টিম,উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানসহ গিয়ে তাদের ও আশপাশের বাড়ির সবাইকে লকডাউন করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী বলেন- সবাইকে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং আশ পাশের বাড়ির সবাইকে লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য কর্মীদের বলা হয়েছে যারা আক্রান্ত রোগীর সংস্পরর্শে এসেছে তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর নিদ্দের্শ প্রদান করা হয়েছে।