মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সরকারী দেবেন্দ্র কলেজের পুকুর থেকে দিপ্ত ঘোষের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১১ টার সময় এই লাশ উদ্ধার করা হয়। দিপ্ত ঘোষ মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টির দিলিপ ঘোষের ছেলে।
সে নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। গতকাল রাত থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। রাতে দিপ্ত ঘোষের বাবা থানায় একটি সাধারণ ডায়রি করেন। আজ সকালে দিপ্ত ঘোষের মরদেহ সরকারী দেবেন্দ্র কলেজের পুকুর থেকে উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন গতকাল রাত থেকে দিপ্ত ঘোষ কে পাওয়া যাচ্ছিল না। রাতে তার বাবা থানায় ডায়রি করেন। আজ সকালে দেবেন্দ্র কলেজের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।