স্টাফ রিপোর্টার :
মহামারী করোনাভাইরাসের মধ্যেও থেমে নেই ইয়াবা কারবারিদের দৌড়াত্ম। গাজীপুরে কয়েকটি স্পটে গোপনে বেচাকেনা চলছিল ইয়াবা।
গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি গাজীপুর মেট্রো’র সাব ইন্সপেক্টর সদানন্দ বৌদ্দ ফোর্স সহ গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানায় মঙ্গলবার রাত ১২ টার দিকে আনারুল নামে (৩৪), একজনকে ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। সে এই ইয়াবার চালান গাজীপুর এলাকায় দিতে আসছে বলে জানা যায়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আনারুলের তথ্যের ভিত্তিতে ইয়াবা চালানের মুল ক্রেতা মোঃ নাজমুল ইসলাম (২৬), পিতা- মোঃ ফাইলা কে রাত দেড়টার দিকে গাজীপুরের কোনাবাড়ী থেকে গ্রেফতার করা হয়।
গাজীপুর সিআইডি’র সহকারী পুলিশ সুপার মোঃ এনায়েত করিম বলেন, “গাজীপুরে মাদক ব্যাবসায়ীদের কোনো ছাড় নয়। মাদকের বিরুদ্ধে লড়াই চলবে”। গ্রেফতারকৃত এই দু’জন আসামীর তথ্যের ভিত্তিতে গোপন সূত্র ধরে ইয়াবার মুল হোতাদের গ্রেফতার করতে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো একযোগে অভিযান পরিচালনা করছে। এ সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।