মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের সিঙ্গাইরে পিকআপ ভ্যানে চাপায় সূর্বনা ও ইশা নামে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের বাস্তা-গাজিন্দা মাদ্রাসা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা (৯) ও আহত ইশা উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের রিকশাচালক ইস্রাফিল হোসেনের মেয়ে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল পৌতে তিনটার দিকে শিশু সন্তান সুবর্ণা ও ইশাকে বাড়ি সংলগ্ন হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের পাশে দাড় করিয়ে রেখে তাদের মা মোবাইল ফোনে টাকা লোড করার জন্য পার্শ্ববর্তী দোকানে যান। এসময় ঢাকাগামী একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুকে চাপা দিয়ে ছিটকে সড়কের পাশে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বড় বোন সুবর্ণা নিহত হয় ও ছোট বোন ইশা গুরুতর আহত হন। পরে মুমুর্ষু অবস্থায় শিশু ইশাকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারেকও কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে, এঘটনায় ঘাতক পিকআপ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।