শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:
করোনা (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় সাহসী ও জনবান্ধব ভূমিকা রাখায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বিল্লাল হোসেনকে অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী। শুক্রবার ১২ই জুন ব্যক্তিগত ইমেলে পাঠানো এই মেইলবার্তায় হরিরামপুরের সাধারণ জনমানুষের নিরাপত্তা নিশ্চিত ও সরকারি নির্দেশের যথাযথ বাস্তবায়নে তার পদক্ষেপের প্রশংসা করা হয়।
প্রশংসাপত্রে বলা হয়, আপনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সম্মানীত জনপ্রতিনিধি, সশস্ত্র বাহিনী, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সুধীমহল ও সম্মানিত নাগরিকদের নিয়ে মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে অবিরামভাবে, অন্তহীন গতিতে, জীবন বাজি রেখে যে ত্যাগ স্বীকার করেছেন তা এক অনুকরনীয় দৃষ্টান্ত।
এই সময় সংক্রামন রোধে ও গনমানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারদর ঠিক রাখতে আপনি যে ভূমিকা রেখেছেন তা অনুকরনীয়। পরে পত্রের শেষ দিকে মানবিক কর্মকান্ডে সরাসরি সংযুক্ত থাকায় এসিল্যান্ড মোঃ বিল্লাল হোসেন ও তার সাথে সংযুক্ত সকলকে ধন্যবাদ জানানো হয় এবং মোঃ বিল্লাল হোসেন, তার সহকর্মী ও পরিবারবৃন্দের কুশল ও সাফল্য কামনা করা হয়।