আমার নিউজ ডেক্স:
করোনা ভাইরাসে মানিকগঞ্জে নতুন করে আরো ২৭ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩১ জনে। বুধবার রাতে সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত দুই দিনে ২০৪ জনের নমুনার মধ্যে ২৭ জনের ফলাফল পজিটিভ এসেছে। এদের মধ্যে মানিকগঞ্জ সদরে ১০ জনের মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের কোভিট ইউনিট ম্যানেজমেন্টের সদস্য সিনিয়র নার্স মোতালেব মিয়াও আক্রান্ত হয়েছেন। ঘিওরে ৪জন, শিবালয়ে একজন, হরিরামপুরে ৪ জন, সিংগাইরে ২ জন, সাটুরিয়ায় ৩ জন ও দৌলতপুরে ৩জন।
তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত মোট সাড়ে ৪ হাজারের ওপর নমুনা সংগ্রহ করা হয়েছে।