মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও পাটুরিয়া ঘাট এলাকায় দুটি জীবানুমুক্ত টানেল স্থাপন করেছে জেলা পুলিশ। শনিবার বেলা ১২ টার দিকে জনবহুল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পাটুরিয়া ফেরি ঘাট এলাকাতেও একটি টানেলের উদ্বোধন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, বাসস্ট্যান্ড ও পাটুরিয়া ফেরি ঘাট এলাকা অত্যন্ত জনবহুল। তাই করোনাভাইরাস প্রতিরোধে ওই দুটি এলাকায় জীবানুনাশক টানেল স্থাপন করা হয়।
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জানান, বর্তমান সময়ে জীবানুমুক্ত টানেল অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। তিনি জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান।