মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সোমবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপন করেছে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সহসম্পাদক কাজী জুনায়েদ হোসেন ওরফে প্রতীকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
এ সময় প্রতীকসহ কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেনসহ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির দুই শ গাছের চারা রোপন করা হয়।