স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে জেলা যুবলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে শহরের নয়াকান্দি এলাকায় এর উদ্ধোধন করেন জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এটিএম শাজাহান, পৌর কাউন্সিলর সুভাষ সরকার,
পৌর যুবলীগের সভাপতি ছানোয়ার রহমান,স্থানীয় কাউন্সিলর উজ্জল হোসেন,নারী সংরক্ষিত কাউন্সিলর ও যুবলীগ নেত্রী জেসমিন আক্তার, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগের সদস্য এ্যাড: দেওয়ান মতিন, সদস্য এ্যাড: সাদেকুল ইসলাম সোহা, সদস্য সুবল সাহা,সদস্য সৌমিত্র সরকার মনা, সদস্য মনিরুল ইসলাম মনি, সদস্য রাফি, সদস্য মফিজুর রহমান অনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তাপস সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল, সহ সম্পাদক কাজী যুনায়েত হোসেন প্রতীকসহ যুবলীগের নেতাকর্মীরা।
এ সময় কয়েকশ বিভিন্ন ফলজ গাছ রাস্তার দুই পাশে রোপন করা হয়। এই কর্মসুচী মাসব্যাপী চলবে বলে জানান যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা।