মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নে বিট পুলিশিং ও বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা পিপিএম ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান মিয়া, চেয়ারম্যান মোরসালিন বাবু, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, মানিকগঞ্জ) ভাস্কর সাহা বলেন, পুলিশিং সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দেবার লক্ষেই শহরে ওয়ার্ড পর্যায়ে এবং গ্রাম অঞ্চলে ইউনিয়ন ভিত্তিক এ বিট পুলিশ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যালয়ে বিট অফিসার হিসেবে একজন এস, আই এবং সহকারি বিট অফিসার হিসেবে একজন এএসআই পুলিশ সদস্য থাকবে। এ ইউনিয়নের সকল অভিযোগ এ কার্যালয়ে আসবে। এখানেই সমাধান করা হবে। না হলে তখন থানায় সমাধান করা হবে।