মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের চেয়ারম্যান কাজী রেজার বিরুদ্ধে অনাস্থা ও তার অপসারণ কার্যকর করার দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলাবর দুপুরে বাল্লা ইউনিয়নের সকল ইউপি সদস্য উপস্থিত হয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের নানা অনিয়ম ও অনস্থাপ্রস্তাবসহ তার অপসারণ কার্যকর করার দাবী করে সকলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য মো.মনিরুল হক।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্পব চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক সাব্বিরুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।