মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার ২২৬জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপবৃত্তির ২১ লক্ষ ৫১ হাজার টাকার চেক দেওয়া হযেছে। আজ (বুধবার) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে তিনজন শিক্ষার্থীর হাতে চেক তুলে দিয়ে চেক হস্তান্তর কাজের শুভ সূচনা করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাভলী খানম।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, সমাজের সবশ্রেণীর মানুষের প্রতি সরকারের সুদৃষ্টি রয়েছে। একারণেই বাদ পড়েনি-প্রতিবন্ধী শিক্ষার্থীরাও। বিভিন্ন স্তরের প্রতিবন্ধী শিশুরা যাতে পড়ালেখা করে এগিয়ে যেতে পারে, সেই বিবেচনায় তাঁদেরকে দেওয়া হচ্ছে শিক্ষা ভাতা। এই ভাতার টাকা লেখা-পড়ার কাজে ব্যয় করার অনুরোধ করেন।
মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাভলী খানম। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর-এই চারটি স্তরের মোট ২২৬জনকে মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিক্ষা উপবৃত্তি দেওয়া হচ্ছে। প্রাথমিক স্তরের ১৪৩ জনকে ৭৫০টাকা হিসেবে ১২ মাসের জন্য মোট ১২ লক্ষ ৮৭ হাজার, মাধ্যমিক স্তরের ৬৭জনকে ৮০০টাকা হিসেবে ৬ লক্ষ ৪৩ হাজার ২০০টাকা, উচ্চমাধ্যমিক স্তরের ৬জনকে ৯০০ টাকা হিসেবে ৬৪ হাজার ৮০০ টাকা এবং উচ্চতর স্তরের ১০জনকে ১৩০০ টাকা ১ লক্ষ ৫৬ হাজার টাকা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে দেশের সব উপজেলাতেই প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনুরুপভাতা দেওয়া হচ্ছে।