স্টাফ রিপোর্টার :
ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও ডেঙ্গু মশা নিধনে মানিকগঞ্জ সদর
উপজেলার কয়েকটি বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এই
কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক আফসার উদ্দিন সরকারের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।
দুপুরে কর্ণেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়পাড়া জাহিদ মালেক উচ্চ
বিদ্যালয় ও ডাউলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও আশেপোশের ঝোপঝাড়
পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সেই সাথে ডেঙ্গু মশা দমনে ঔষধ স্প্রে করা হয়।
এসময় স্থানীয় পথচারী ও এলাকাবাসীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।