স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুরে স্বাস্থ্যবিধি না মেনে অযথা ঘুরাঘুরিসহ মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ ১১জুলাই শনিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা পরিষদ গেইট চত্বরে, লেছড়াগঞ্জ বাজার এবং ঝিটকা বাজারে ১৬জনকে ৪৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
তাদেরকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ জরিমানা করা হয়েছে বলে জানা গেছে । মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন।
এছাড়া, ৫০ জনের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ ও করা হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় মাস্ক পরিধানসহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বস্তরের জনগণকে অনুরোধ করেছেন হরিরামপুর উপজেলা প্রশাসন।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানদারদেরকে সামাজিক দুরত্ব বজায় রেখে ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন হরিরামপুর থানা পুলিশ।