মানিকগঞ্জ প্রতিনিধিঃ
২য় দফা বন্যায় মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় ৪৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। জেলার যমুনা নদীর আরিচা পয়েন্টে বিপদ সীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এতে জেলার সাত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নতুন নতুন এলাকায় পানি ঢুকছে ,দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট । এবং ঘর-বাড়িতে পানি উঠায় গৃহপালিত পশু- নিয়ে বিপাকে পড়েছেন এসব আঞ্চলের মানুষ।
পদ্মা-যমুনা ছাড়াও জেলার শাখা নদী গুলোর পানি বৃদ্ধির কারনে প্রতিদিন বিভিন্ন এলাকায় পানির নিচে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। এতে ক্ষতির মুখে পড়েছে স্থানীয় কৃষকরা।