শুভংকর পোদ্দার,স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে পদ্মা-যমুনাসহ জেলার অভ্যন্তরীণ নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এই জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে গত কয়েকদিন ধরেই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে বৃহস্পতিবার মাঝ রাতে পানি ঢুকে পড়েছে হরিরামপুর উপজেলা পরিষদের গেট ও উপজেলা ভূমি অফিস চত্বরে। সেখানে এখন আধা হাত সমান পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার সেবা গ্রহীতারা।
এছাড়া হরিরামপুর উপজেলা থেকে থানায় যাবার পথে পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন একটি ও উপজেলা পরিষদ থেকে ঝিটকা যেতে পাটগ্রাম মাঠ থেকে কয়েকশো গজ দূরের সড়কের একটি স্থান ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান ভিপি আজিম খান জানান, উপজেলা পরিষদের গেটে ইতোমধ্যে পানি ঢুকে পড়েছে ও আজ কালের মধ্যে উপজেলা পরিষদ চত্বরেও পানি প্রবেশ করবে। এছাড়া দু-একদিনের মধ্যেই উপজেলা পরিষদের মাধ্যমে ত্রাণ বিতরণ শুরু হবে বলেও জানান এই জনপ্রতিনিধি।