শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে শীতল হালদার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার এ দিকে দুর্ঘটনা ঘটে। শীতল হালদার উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুটিরহাট গ্রামের মৃত রংলাল হালদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শীতল হালদার ভেসালে মাছ ধরতে গেলে সেখান থেকে তাকে একটি বিষধর সাপে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে খেরুপাড়া গ্রামের এক ওঝার কাছে চিকিৎসার জন্য নেয়া হয়।
সেখান থেকে ফেরত দিলে তাকে ঝিটকার আরেক ওঝার কাছে নেয়া হয়। সেখান থেকেও ফেরত দিলে পরবর্তীতে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মুঠোফোনে কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান ইউনুস গাজীর ছেলে ও হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব গাজী বনি ইসলাম রূপক বিষয়টি নিশ্চিত করেছেন।