স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ডাকাতির অভিযোগে গত সোমবার রাতে দুইজন এবং ডাকাতির মালামাল কেনার দায়ে এক স্বর্ণব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুই ডাকাত সদস্য হলেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের সোহরাব হোসেন (৪০) ও আবদুল মজিদ (৩৫) এবং ঢাকার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের স্বর্ণব্যবসায়ী জাকির হোসেন (৩৪)। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, গত ২১ এপ্রিল সাটুরিয়ার বড় কয়লা গ্রামের মজিবর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতেরা ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরের দিন তাঁর স্ত্রী রোকেয়া বেগম বাদি হয়ে থানায় ডাকাতির মামলা করেন। এরপর সোমবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে ওই দুই ডাকাত সদস্যকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যমতে লুট হওয়া মালামাল কেনার অভিযোগে ধামরাইয়ের নয়ারহাট এলাকা থেকে স্বর্ণব্যবসায়ী জাকিরকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে লুট হওয়ায় প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। ওসি আমিনুর রহমান বলেন, গতকাল আদালতের মাধ্যমে ওই তিনজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।