স্টাফ রিপোর্টার:
মেয়াদোর্ত্তীন সার্জিক্যাল পণ্য বিক্রি করার দায়ে মানিকগঞ্জে লাজ ফার্মাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে শুনানী শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
আসাদুজ্জামান রুমেল জানান, রবিবার শহরের মতিউর রহমান নামের এক ব্যক্তি লাজফার্মা থেকে Scalp Vein Set (সার্জিক্যাল পণ্য) ক্রয় করেন। ওই পণ্যটি মেয়াদোর্ত্তীন ছিল। পরে ওই ব্যক্তি ভোক্তা অধিকারে অভিযোগ করেন। পরে জেলা প্রশাসক মানিকগঞ্জ এস এম ফেরদৌস মহোদয়ের নির্দেশনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে শুনানির জন্য ডাকা হয়। প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ন সার্জিক্যাল পণ্য বিক্রয় করার জন্য অভিযোগকারীর নিকট দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে ঔষধ ও সার্জিক্যাল পণ্য বিক্রয়ে সর্বোচ্চ সতর্ক থাকবেন এমন মুচলেকা সাপেক্ষে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইন অনুযায়ি অভিযোগকারীকে জরিমানার ২৫% প্রদান করা হয়েছে।