স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে বন্যাদূর্গত অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল খান নিখিলের নির্দেশে মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান জনির নেতৃত্বে কালীগঙ্গা নদীর পাশে তরা, জয়নগর, বানিয়াজুরী, পেঁচারকান্দা, জাবরা, ঘিওরসহ বিভিন্ন এলাকার নৌকাযোগে বন্যাকবলিত ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ও যুবলীগ সদস্য সভাপতি মো রফিকুল ইসলাম চৌধুরী রানা, ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য ফিরোজ খান, জেলা যুবলীগের সাবেক সদস্য রেজাউল করিম রাজা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুল, জেলা যুবলীগ নেতা মাহবুব রহমান অনি, জেলা যুবলীগের সদস্য সুবল সাহা, পৌর যুবলীগনেতা মাহবুবুল হক শুভ, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক যুনায়েত হোসেন প্রতীক, সাংগঠনিক সম্পাদক সাব্বিরুল হক সনি, যুবলীগ নেতা আসলাম, জুয়েল, মান্নান প্রমুখ।
ত্রাণ বিতরণকালে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা জানান, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল খান নিখিলের নির্দেশে জেলা যুবলীগ বণ্যাকবলিতদের মাঝে ত্রাণসামগ্রী বতরণের আয়োজন করা হয়েছে। ত্রাণ বিতরণ কাযর্ক্রম অব্যাহত থাকবে।
এসময় বন্যাকবলিত তিন শতাধিক দু:স্থ্য বন্যার্তদের মাঝে চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়েছে।