স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে ঈদ সামগ্রী নিয়ে বন্যাদুর্গত দু:স্থ্য মানুষের পাশে দাড়ালেন জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা। শুক্রবার ( ৩১জুলাই) সকাল ১১ টার সময় মানিকগঞ্জ পৌরসভার চর বেউথা এলাকায় শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ডাঃ জেসমিন আক্তার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা যুবলীগ সদস্য এ্যাড দেওয়ান মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এ্যাড সাদিকুল ইসলাম সোহা, জেলা যুবলীগের সদস্য সৌমিত সরকার মনা, পৌর যুবলীগ নেতা মাহমুদুল হক শুভ, জেলা ছাত্রলীগের সাবেক তথ্য গবেষনা সম্পাদক পাপ্পু ঘোষ প্রমুখ।
জেরা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল খান নিখিলের নির্দেশে মানিকগঞ্জে বন্যাদুর্গতের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, ইতিমধ্যে জেলার দুর্গম এলাকার পানি বন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে জেলা যুবলীগ ত্রান সামগ্রী বিতরণ করছেন। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সকল দুর্যোগ মোকাবেলায় মানিকগঞ্জ জেলা যুবলীগ অসহায় মানুষের পাশে থাকবে বলে জানান তিনি।