মহিদ,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় পুকুরের পানিতে ডুবে চঞ্চল (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৭ টার দিকে সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের সাভার গ্রামে বাড়ির পাশের ডোবায় শিশুটির মরদেহ পাওয়া যায়। চঞ্চল সাভার গ্রামেরই মুন্নাফ মিয়ার ছেলে।
বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জানান, চঞ্চল নামের ছেলেটি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। তার বাবা একজন দিনমজুর ও মা বিদেশে কর্মরত থাকায় সে সারাদিন একাই বাড়িতে থাকতো। গতকাল সোমবার বিকাল ৩ টা থেকে তাকে কোথাও খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না।
আজ সকাল ৭ টার দিকে তার লাশ বাড়ির পাশের ডোবায় পাওয়া যায়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ওই গ্রামে লাশ উদ্ধারে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।