স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নিজ অর্থায়নে দু:স্থ্য ও বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারনে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
সোমবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা যুবলীগের উদ্যোগে দু:স্থ্য ও বানভাসী মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও মানিকগঞ্জ ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: লিয়াকত আলী ভান্ডারী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জাগীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীম হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক আফতাফ খন্দকার রনি, জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার, সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এসময় কয়েক শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।