স্টাফ রিপোর্টার :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,করোনা ভাইরাসের ভ্যাকসিনের বিষয়ে বাংলাদেশ যাতে অগ্রধিকার পায় সে বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে ভ্যাকসিন আনা যায়।
আজ (শনিবার) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদা বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সদর উপজেলা আওয়ামীলীগ আয়াজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড.আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক এ্যাড.আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেনসহ দলীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার। পরে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।