স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ” বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা ” শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
আজ (১৯ আগস্ট) বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় অর্থায়ন ও তত্বাবধায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন পরিচালনা করেন মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নূর মোহাম্মদ অতএব।