স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকা বাজারের মৎস্য আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ৪ মন রুই মাছের পোনা জব্দ করে।
জানা যায়, আজ ২৪ আগস্ট(সোমাবার) সকাল ৬:১৫ মিনিটে ঝিটকা বাজারে মৎস্য আড়ৎ এ পোনা মাছ ক্রয়-বিক্রয়ের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান অভিযান চালিয়ে ৫ জন জেলের কাছ থেকে প্রায় ৪ মন রুই মাছের পোনা জব্দ করে এবং এই পোনা মাছ আরোহী ৫জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ ধারা অনুযায়ী ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্তরা জেলেরা হলেন সুজন হালদার ৫ হাজার টাকা, হারেজ ২হাজার টাকা, মোবারক ব্যাপারী ৫হাজার টাকা, পরিমল হালদার ৫হাজার টাকা, ধমিন হালদার ১হাজার টাকা।
জব্দকৃত পোনা মাছগুলো আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মানিকনগর মদিনাতুল উলুম মাদ্রাসাও এতিমখানা, চালা আহমাদিয়া সুলতানিয়া সামছুল উলুম হাফিজিয়া মাদ্রাসাও এতিমখানা, ঝিটকা দারুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসাও এতিমখানায় দেওয়া হয়।
অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি মো. বিল্লাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন এবং সহযোগিতা করে হরিরামপুর থানা পুলিশ।