স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে অবশেষে ৩৬ ঘন্টা পর নিখোঁজ আশিকুর রহমানের লাশ উদ্ধার হয়েছে। আজ (২৮ আগস্ট) সকাল ৭ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোটার ভাটিতে লাশটি ভেসে উঠে। কালিগঙ্গা নদী থেকে লাশ উদ্ধার করে তার নিজ বাড়ী বাড়াইভিকড়া আনা হয়েছে।
উল্লেখ যে,বুধবার(২৬আগস্ট) মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকড়া,মিতরা,আইরমাড়া ও অরঙ্গবাদ এলাকার ৭০/৮০ জন একদল কিশোর ইঞ্জিন চালিত লঞ্চ নিয়ে নৌভ্রমনে গিয়েছিল।
ভ্রমণ শেষ করে বাড়ী ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ৭.০০টার দিকে ধামরাই থানার কানসা ও সিংগাইরের খড়ারচর নদীর মাঝামাঝি পা পিছলে নৌকা থেকে আশিকুর রহমান আশিক ও ডালিম নামে দুই বন্ধু পানিতে পরে যায়। ডালিম সাঁতরিয়ে প্রাণে বেচে গেলেও আশিকুর রহমান নিখোঁজ হয়ে যায়।
পরে বৃহস্প্রতিবার সকালে ফায়ারসার্ভিসের ডুবরি দল এসেও তাকে খুঁজে পায়নি। নিখোঁজ আশিকুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলা বাড়াইভিকড়া আদর্শ গ্রামের আব্দুল জলিল মিস্ত্রির ছেলে।