এস এম আকরাম হোসেন :
স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষের মনে সাহস আসছে। করোনা ভাইরাস এখন নিয়ন্ত্রনে চলে আসছে এবং এই রোগের চিকিৎসা আছে ও চিকিৎসা হচ্ছে। যার ফলে সবাই এখন বেরিয়ে আসছে এবং কাজ করছে।
শনিবার বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে প্রায় ১৮ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও শেখ ফজিলাতুন্নেসা এবং শেখ হাসিনা ছাত্রী নিবাসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। আমরা সেই ভ্যাকসিনের এখন ব্যবস্থা করছি। চায়না, ভারত, রাশিয়া, আমেরিকা থেকে আমাদের কাছে ভ্যাকসিনের অফার এসেছে। তবে যেটা ভালো আমরা সেটা গ্রহন করবো। অলরেডি কাজ শুরু হয়ে গেছে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.নূরুল আমিনের সভাপতিত্বে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা,শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জাগীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীম হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল, সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিফাত কোরাইশী সুমন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি মো: নাদিম হোসেন, সাধারন সম্পাদক আসিফ হোসেন শিশির, পৌর ছাত্রলীগের সভাপতি বিশ্বজিৎ সাহাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কলেজের শিক্ষক গ্রিরেণ কুমার সাহা।